মেহেরপুর নিউজঃ
মেহেরপু সদর উপজেলার গোভীপুর উত্তরপাড়া প্রবাসী, ব্যবসায়ী এবং চাকুরীজীবী সমন্বয় সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গোভীপুর উত্তরপাড়ায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. এস এম আরাফাত আল আকাশ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে একই সঙ্গে দুই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গোভীপুর উত্তরপাড়া প্রবাসী,ব্যবসায়ী এবং চাকুরীজীবী সমন্বয় সংগঠনের সভাপতি মাহবুব মালিথা (প্রবাসী)’র সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গোভীপুর উত্তরপাড়া প্রবাসী, ব্যবসায়ী এবং চাকুরীজীবী সমন্বয় সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের, কোষাধক্ষ সালাউদ্দিন,খলিদ হাসান,আবু সালেক, খোকন, রুহুল আমিন, জুল হোসেন, ইসমাইল হোসেন, মামনুর রহমান, ফারুক হোসেন, ময়জদ্দিন সহ সংগঠনের সদস্যরা ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন।