নির্বাচন

গোভীপুরে আ‘ লীগ মনোনীত প্রার্থীর ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী পথসভা

By মেহেরপুর নিউজ

December 24, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতু।

বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তুহিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আলী রেজা বিছু, বীর মুক্তিযোদ্ধা আবের হোসেন, শাহ নেওয়াজ,আবুল কাসেম, শরৎ কুমার দাস, ইউপি সদস্য হাসান আলী, আহসান হাবিব জিলা,জাব্বারুল ইসলাম, গোলাম মতূজা,বিল্লাল হোসেন প্রমূখ।