করোনাভাইরাস

গোপালেগঞ্জে বিদেশ ফেরত দুজনকে বাজারে ঘোরার জন্য ২৫ হাজার টাকা

By মেহেরপুর নিউজ

March 19, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জ কাশিয়ানী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনা মূলক অভিযান চলা কালে রাতইল ইউনিয়নে বিদেশ থেকে ফেরত আসা ও স্থানীয়দের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

বুধবার রাত ৭:০০ টা হতে ৯:০০ টা পর্যন্ত রাতইল ইউনিয়নে বিদেশ ফেরত দুজনকে বাজারে বাজারে ঘোরার জন্য সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাব্বির আহমেদ এ অর্থদণ্ডে দন্ডিত ।

এ সময় তিনি প্রবাসী ও স্থানীয়দের উদ্যোশে বলেন, আসুন করোনা ভাইরাসের ব্যাপারে সচেতন হই। লোকসমাগম এড়িয়ে চলি। প্রবাস ফেরৎ সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে সামাজীকভাবে বাধ্য করি।