আইন-আদালত

গোপালগঞ্জ কাশিয়ানীর এক মহিলা ১০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

March 19, 2020

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের তুলি নামের এক মহিলা সম্প্রতি ইন্ডিয়া থেকে ফিরে আশা হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে, মহল্লায় ঘুরার কারণে ১০ হাজার টাকা জরিমানা  ।

বৃহস্পতিবার ৩:১৫ মিনিটে অভিযোগের সত্যতা পেয়ে পেয়ে কাশিয়ানী উপজেলার নির্বাহীকর্মকর্তা তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। কাশিয়ানী  থানার ওসি  মো: আজিজুর রহমান, মাহমুদপুরের ইউপি চেয়ারম্যান মো: মাসুদ রানা, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম উপস্থিত ছিল।

ভারত ফেরত সাতাশিয়া গ্রামের তুলি হোম কোয়ারেন্টাইন (১৪ দিন একা ঘরে থাকা) নির্দেশ অমান্য করায় কাশিয়ানী উপজেলার নির্বাহীকর্মকর্তা তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ওসি সাহেব ও ছিলেন। বিদশ ফেরত কেউ ১৪ দিন নিজ ঘরের থেকে বের হবেন না। এসময় নির্বাহীকর্মকর্তা বলেন, আমাদের সম্মিলিত সচেতনতাই পারে করোনাভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে। হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্যকারীদের ব্যাপারে প্রশাসনকে তথ্য দেওয়ার অনুরোধ জানান।