গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী যান চলাচল ও দোকানপাট বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করে নির্দেশনা দিচ্ছে স্থানীয় প্রশাসন। আর এই নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী।
এ অবস্থায় রবিবার কাশিয়ানী বাজার সাজাইল ইউনিয়ন আর পারুলিয়া ইউনিয়ন মনিটরিং করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ, সমাজসেবা অফিসার এস এম ওয়াহিদুজ্জামান, মৎস্য অফিসার শাহজাহান সিরাজ আরও ছিল বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি বহর।
এসময় গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতেও কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সড়কগুলোতে যানবাহন নেই বললেই চলে।