করোনাভাইরাস

গোপালগঞ্জ কাশিয়ানীতে সিংগা বাজার স্থানান্তর ও একজনের অর্থডন্ড

By মেহেরপুর নিউজ

April 15, 2020

গোপালগঞ্জ ,কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

আজ গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সিংগা বাজার স্থানান্তর ও নিজামকান্দি ইউনিয়নে ঢাকা ফেরত আঃ করিম নামে একজনকে হোম কোয়ারেন্টাইন না মানায় ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)জনাব মিন্টু বিশ্বাস।

মঙ্গলবার বিকাল ৪ টায় সিংগা বাজার স্থানান্তর করে স্কুল মাঠের চতু্র্দিকে দুরত্ব বজায় রেখে দোকান বসার সিদ্ধান্ত নিশ্চিত করেন তিনি

এ অভিযানে ঘোনাপাড়া, তিলছাড়া, নজামকান্দি ও ফলশি বাজার মনিটরিং করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার ভূমি। জনাব মিন্টু বিশ্বাস। এ সময় লফটেন্যান্ট রামীম এর নেতৃত্বে সেনাবাহিনী টিম সঙ্গে ছিলেন