আইন-আদালত

গোপালগঞ্জ কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ জনকে জরিমানা

By মেহেরপুর নিউজ

July 09, 2020

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাশিয়ানী সদরে বাজার ও ভাটিয়াপাড়া পি;ঙ্গলিয়া বাজার এলাকায় মাস্ক না পড়া ও সরকারি আইন অমান্য করায় এই জরিমানা আদায় করা হয়। সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে ১৬ জনকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বিস্তারে প্রতিরোধ করাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছেই। তাই বাহিরে বের হলে সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সরকারী আইন অমান্য করায় ১৬ জনকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।