বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালগঞ্জে ৩৪৫ কেজি চালসহ সাবেক ইউপি সদস্য আটক

By মেহেরপুর নিউজ

April 17, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জে সরকারের খাদ্যবান্ধর কর্মসূচির ৩৪৫ কেজি চালসহ সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুকতাইলে অভিযান পরিচালনা করে চালসহ তাকে গ্রেফতার করে র‌্যাব। আটক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান হোসেন শেখ ওরফে মান্নু (৪৮) সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের আক্কাস শেখের ছেলে তিনি।

র‌্যাব ৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএপি তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে গোপনে খবর পেয়ে তারা মান্নু ও তার ভাই ফারুক শেখের ঘরে অভিযান চালান। সেখান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির সাত বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোয় মোট ৩৪৫ কেজি চাল রয়েছে।

এসএপি তাজুল বলেন, তারা জানার চেষ্টা করছেন। এ ঘটনায় র‌্যাবের মাদারীপুর ক্যাম্পের ডিএডি সুলতান গিয়াসউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার মান্নুকে গোপালগঞ্জ থানায় দেওয়া হবে।