গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জের লঞ্চঘাটের সামনে সেনাবাহিনীর করোনা জীবাণুমুক্ত করার দুটি টানেল উদ্বোধন করা হয়েছে।বেলা ২টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এ টানেলের উদ্বোধন করেন।
দুটি টানেলের একটি দিয়ে পথচারী এবং অপরটি দিয়ে যানবাহন প্রবেশ করবে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিগ্রেডিয়ার জেনারেল শামস (কমান্ডার), লেফটেন্যান্ট কর্নেল শুভ ইসলাম (অধিনায়ক), পুলিশ সুপার সাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম (সার্বিক) গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লিকু, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু প্রমুখ।
জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী মেডিসিন ব্যবহার করা হচ্ছে এ দুটি টানেলে। ফলে সব ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু ধ্বংস করা সম্ভব। যানবাহন প্রবেশের টানেলটি ১৫ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া। পথচারী প্রবেশের টানেলটি ছয় ফুট লম্বা ও ছয় ফুট চওড়া। জীবাণুনাশ করণের জন্য টানেলে দেড় হাজার লিটারের দুটি পানির ট্যাংক রয়েছে।