গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক ওষুধ বিক্রয় প্রতিনিধিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ওই ব্যক্তি শনিবার রাত ১২ টার দিকে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ঠ নিয়ে সদর হাসপাতালে গেলে তাকে করেনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
৩৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ নিজড়া গ্রামে। তিনি শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাড়িতে থেকে বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির (এসআর) কাজ করেন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন জানান।
ওই ব্যক্তির বাড়ির লোকজন জানায়, ১৫ দিন আগে তার পাতলা পায়খানা হয়। পরে সেটি সেরে যায়। এরপর তার হালকা জ্বর আসে। শনিবার রাতে জ্বরের সঙ্গে শ্বসকষ্ট শুরু হলে তাকে হাসপতালে ভর্তি করা হয়।