অন্যান্য

গাড়াবাড়িয়া থেকে ৮ বছরের মানসিক ভারসাম্যহীন শিশু নিখোঁজ

By মেহেরপুর নিউজ

April 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের শিপন হোসেনের ছেলে মানসিক ভারসাম্যহীন শিশু ইয়াকুব হোসেনকে খুজে পাওয়া যাচ্ছেনা। তার বয়স ৮ বছর । আজ শনিবার বিকাল থেকে তার কোন খোজ খবর পাওয়া যাচেছ না। মানসিক জ্ঞান নাই সে কথা বলতে পারেনা যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্মের মোবাইল ফোনে ০১৮৬৬২৪৪৮২৮ অথবা ০১৯৮৮৪১১৩০৩ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।