মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াঁবাড়ীয়া আইডিয়াল কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাড়াঁবাড়ীয়া আইডিয়াল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শ্রী দিপক কর্মকার। স্কুলের সহকারি শিক্ষক রকিবুল ইসলামের সঞ্চালনায়- অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ি নুর উদ্দীন বিশ্বাস অনু,স্কুলের শিক্ষিকা যথাক্রমে-জেসমিন আক্তারী ও রেকসােনা খাতুন। এসময় অভিভাবকদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করে স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রাব্বি হােসেন। পরে আলােচনা সভা, স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,আয়ােজনে অংশ নেয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।