মেহেরপুর নিউজ:
গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ কর্মসূচিসহ মানববন্ধন করেছে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি।
বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক শামীমুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব তৌফিক, সদস্য হাসেম আলী, মামুনুর রশিদ, সালাউদ্দিন আহমেদ ভোলা, আব্দুস সাত্তার মুক্তা। মানববন্ধনে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সকল ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানান। সেইসঙ্গে ফিলিস্তিনে হামলা বন্ধে বিশ্ব মোড়লদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।