অন্যান্য

গাছ থেকে পড়ে শিশু আহত

By মেহেরপুর নিউজ

January 10, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনী গ্রামে গাছ থেকে পড়ে রাসিব (৫) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেলণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রামনগর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রাসিব বাড়ির পাশে একটি কুলগাছে কুল পাড়তে গিয়ে নিচে পড়ে যায়। এতে সে আহত হয়।