মেহেরপুর নিউজ:
আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর। মেহেরপুর জেলায় আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে আম চাষিদের মন।
জেলার আমচাষি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন। সংশ্লিষ্টদের বক্তব্য, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলার প্রতিটি আম বাগানেই প্রচুর পরিমানে আম দেখা যাবে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে মেহেরপুর জেলায় ২ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বাগানের প্রতিটি আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এবার ফাগুন মাস শুরু হওয়ায় অনেক আগেই বাগানে আমের মুকুল দেখা গেছে। মুকুল রক্ষা ও গাছ পরিচর্যায় ব্যস্ত এখন এ অঞ্চলের চাষিরা। পোকা ও ছত্রাকের আক্রমণ থেকে ফলন রক্ষায় দফায় দফায় কীটনাশক দিচ্ছেন গাছে। করোনা ভাইরাসের মহামারী কাটিয়ে উঠতে পারলে ভালো লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।
আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম গাছে মুকুলে মুকুলে ভরে যেতে দেখা গেছে।