বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজে বিদায়-বরন অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

February 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে সূর্যোদয় স্কুল কলেজ প্রাঙ্গণে বিদায় বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শফি কামাল পলাশের সভাপতিত্বে বিদায় বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম, সহকারী শিক্ষক মোহাইমিনুল ইসলাম মিলন, ফয়সাল আহাম্মেদ, জাহিদ হাসান, কায়েস মাহমুদ, মহামিনুল ইসলাম, রুকায়াত জাহান তুবা, মুজিবুল ইসলাম, তাসকিন ফেরদৌস, তামিম তাসলিম বাবলি প্রমুখ।

পরে সেখানে মনগ্রজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংগীত,নৃত্য, আবৃতি ও অভিনয় পরিবেশন করেন। এর আগে এসএসসি পরীক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন। একই সাথে নবম শ্রেণী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় জানান।