মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী সন্ধানী নার্সিং ইনস্টিটিউট এর ৫ম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সন্ধানী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সন্ধানী নার্সিং ইনস্টিটিউট এর ৫ম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ধানী নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ শাহানাজ পারভীন, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ডা.তৌফিক আহমেদ, সাদিয়া আক্তার, মোর্তজা খাতুন, আয়েশা সিদ্দিকা, আসিফ কামাল প্রমুখ। বিদায় অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।