মেহেরপুর নিউজ,১৮ মে:
মেহেরপুরের গাংনী বাজার ও সদর উপজেলার কুতুবপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে রাস্তাপার হওয়ার সময় একটি মিনি ট্রাকের নীচে পড়ে মারা যায় সে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা মেহেরপুর-কুষ্টিয়া অবরোধ করলে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশী হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মিমি এন্টারপ্রাইজের একটি মিনি ট্রাক যার নং ঢাকা মেট্রো ঢ ১৪-৪৪৭৮ বেপরোয়া গতিতে গাংনী বাজারে পৌছায়। আনজিরা খাতুন (৫০) পার হওয়ার সময় তাকে ঘাতক ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় সে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক টি জব্দ করেছে পুলিশ। নিহত আনজিরা খাতুন ধানখোলা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন এবং লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এদিকে, সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা কুত্পুুরর গ্রামে ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ শোলমারী গ্রামের মৃত মল্লিক হালসনার ছেলে। সে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। অপরদিকে থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।