বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 08, 2025

গাংনী প্রতিনিধি :

শিক্ষার মান উন্নয়নে মেহেরপুরের গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্কুলের নব-নিযুক্ত অধ্যক্ষ রােমানুল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভােকেট একেএম শফিকুল আলম।

এসময় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও কাজীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মােকাদ্দেস হােসেন,পরিচালনা পর্ষদের সদস্য শাহাজাহান সেলিম,সুরেলী আলভী,পরিচালনা পর্ষদের সদস্য ও গাংনী মহিলা মহিলা ডিগ্রী কলেজে সহকারি অধ্যাপক দিলরুবা খানম,সাংবাদিক ফারুক আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল বারী প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবকবৃন্দ।