মেহেরপুর নিউজ, ১৪ জানুয়ারি: মেহেরপুরের গাংনী প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসান হাবিবের বিরুদ্ধে শিক্ষক বদলীতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে বঞ্চিত কয়েকজন শিক্ষক। এছাড়া অনিয়ম ও দূর্নীতি বিষয়ে লিখিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী,মহাপরিচালকপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর,বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ খুলনা,মেহেরপুর জেলা প্রশাসক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সাংবাদিকদের কাছে অনুলিপি দেয়া হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে,গত ১০ জানুয়ারী গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসান হাবিব স্বাক্ষরিত বদলী সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ১৭ জানুয়ারীর মধ্যে আবেদন জমা দিতে বলা হলেও নোটিশ দেওয়ার পূর্বেই (গত ০৯-০১-১৯ ইং) নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা : নাসরিন নাহারকে গাংনী পৌর এলাকার চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলীর জন্য ২৮ নং স্মারকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইসলাম বলেন, চলতি বছরের প্রথম দিন থেকেই বদলী সংক্রান্ত আবেদন জমা দিতে চাইলে শিক্ষা অফিস থেকে গড়িমসি করা হয়েছে। আমাদের আবেদন জমা নেওয়ার পূবেই অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে অন্য একজন শিক্ষিকাকে বদলীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া নীতিমালা অনুযায়ী বদলী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা ৬জন সহকারী শিক্ষক উর্দ্ধদ্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ পত্র দিয়েছি। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসান হাবিব জানান,তারিখ ভুলের কারনে এ ধরনের ঘটনা ঘটেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী জানান, ইতো মধ্যে বিষয়টি অবগত হয়েছি অনিয়মের বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসান হাবিবের কাছ থেকে লিখিত চাওয়া হবে। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনী বলেন,এ ধরনের ঘটনা ঘটে থাকলে অন্যায় করেছেন শিক্ষা অফিসার। অভিযোগ পেলে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।