মেহেরপুর নিউজ,২৮ ডিসেম্বর:
মেহেরপুর গাংনী পৌর নির্বাচনী এলাকায় আজ প্রথম প্রহর থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সুষ্ঠ পরিবেশে নির্বাচন করতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে ২৯ ডিসেম্বর প্রথম প্রহর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্বাচনের আচরণ বিধি দেখার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন নিষেধাজ্ঞার বিষয়ে রোববার নির্বাচনী এলাকায় মাইকিং করিয়েছেন। এতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মোটর সাইকেল চালালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় এমনকি কারাদণ্ড হতে পারে। তবে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তার এজেন্ট, দেশি-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ অনুমোদিত যানবাহনে চলাচল করবে।