এক ঝলক

গাংনী পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা

By Enayet Akram

June 30, 2020

মেহেরপুর নিউজ, ৩০ জুন: গাংনী পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৩৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮৭৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ ৩০ জুন মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে গণমাধ্যম কর্মী, কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম।

চলতি অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে সরকারী অনুদান, উন্নয়ন খাতে সরকারী অনুদান, প্রকল্প সহায়তা খাতে প্রারম্ভিক জের সহ ৩৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮৭৩ কোটি টাকা আয় দেখানো হয়।

গাংনী পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো: আশরাফুল ইসলাম। বক্তব্যে রাখেন পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড কমিশনার আফাল উদ্দিন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, পৌর সচিব শামীম রেজা ও হিসাব রক্ষক জুলফিকার আলী প্রমূখ।

বাজেট বক্ততায় মেয়র আশরাফুল ইসলাম বলেন, গাংনী পৌরসভা ২য় শ্রেণীর পৌরসভা হলেও পৌর এলাকাকে আলোকিত করতে ২ কোটি টাকা ব্যয়ে সোলার স্ট্রিট লাইট লাগানোর কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ না থাকলেও শহর আলোকিত থাকবে। গাংনী পৌরসভার জনগণকে আর অন্ধকারে থাকতে হবেনা।