করোনাভাইরাস

গাংনী পৌরসভার মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

April 10, 2021

গাংনী প্রতিনিধি :

বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে গাংনী পৌরসভা।

করােনা ভাইরাস প্রতিরােধে মেহেরপুরের গাংনী পৌর এলাকায় পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী স্ব-শরীরে উপস্থিত থেকে গাংনী পৌরসভার বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণকালে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক পরার মাধ্যমে অনেক রোগ থেকে বেঁচে থাকা যায়। আমরা সবাই মাস্ক পরবো ও স্বাস্থ্যবিধি মেনে চলব।

এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন সড়কে ভাইরাস নাশক পাউডার স্প্রে করা হচ্ছে।