টপ নিউজ

গাংনী নবীনপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ অনুমতি

By মেহেরপুর নিউজ

June 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে পত্র দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালযের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নুরুন্নবী স্বাক্ষরিত এক পত্র মারফত(যার স্মারক নং ৩৮.০০.০০০০.০১২.১৪.০০২.২০.৪১)এ তথ্য জানা গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর সহযোগিতায় মেহেরপুরের গাংনী উপজেলার নবীন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশরুম সহ পাঁচটি কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিপির ৪) এর আওতায় এ কাজ সম্পন্ন করা হবে। সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন।