গাংনী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এবার এগিয়ে এসেছে গাংনী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলা শহরে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে পুলিশ। এছাড়াও, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গাংনী থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বরেণ, করোনা মোকাবেলায় গাংনী থানা পুলিশের গৃহিত েএসব জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানের নেতৃত্বে গাংনী বাসস্ট্যান্ডে ৪’শ জনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, এস আই স্বপন ও এস আই হাবিবসহ গাংনী থানা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।