মেহেরপুর নিউজ,২৭ মে: মেহেরপুরে গাংনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুল জামাত আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগীয় শাথার কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা জানান, হামলাকারী হবিবর রহমান হবিকে আটক করে শাস্তির ব্যবস্থা না করলে আগামী ৩জুন থেকে মেহেরপুর জেলায় এবং ৭জুন থেকে খুলনা বিভাগে এবং পরবর্তিতে সারাদেশে খাদ্য বিভাগীয় সকল কার্যক্রম বন্ধসহ লাগাতার কর্মসূচী পালন করবে সমিতি।
উল্লেখ্য, গত ১৮ মে দুপুরে হবিবর রহমান হবি গাংনীর ফুড গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুল জামাত আলীর উপর হামলা চালায়।