বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী ক্লাস্টারের সাবক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 24, 2025

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাংনী ক্লাস্টারের সাবক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গাংনী ক্লাস্টারের সাবক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসানের সভাপতিত্বে সাব ক্লাস্টার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন।

প্রশিক্ষণে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পঠন দক্ষতা উন্নয়নের কৌশল নিরূপণ। পাঠ্যপুস্তক পর্যালোচনা, বেজলাইন সার্ভে ও পড়ার কৌশল, যুক্তবর্ণ ও উচ্চারণ রীতি, মূল্যায়ন এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিশুর শিক্ষা জীবনের ভিত রচনা করেন, তাই সর্বোচ্চ সম্মান তাদেরই প্রাপ্য। বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।প্রশিক্ষণের সাবক্লাস্টারের শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।