তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সড়কে দৃষ্টিনন্দন ঈদগাহ গেট তৈরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ঈদগাহ গেট তৈরীর নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে এ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ঈদগাহ কমিটির সভাপতি হাজী মহাসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। এ সময় কমিটির সাধারণ সম্পাদক হাজী এনামুল হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক হাজী সফি কামাল পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, পূর্ব মালসাদহ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বশির আহমেদ, ওয়ালটন শো রুম সত্বাধিকারী সাজুসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ গেট নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা । তবে তাৎক্ষনিকভাবে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্য থেকে ৮২ হাজার টাকা, পৌর মেয়র ৫০ হাজার ও জেলা পরিষদ থেকে প্রাপ্ত ১ লক্ষ টাকা সর্বমোট ২ লক্ষ ৩২ হাজার দানের টাকা গ্রহণ করা হয়। হাজী শফি কামাল পলাশকে এ গেট নির্মাণ কাজের বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক এ কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য দেশ বিদেশে বসবাসরত এলাকার মানুষের কাছে আহবান জানিয়েছেন।