অন্যান্য

গাংনী ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ বদলি।। গাংনীতে যোগ দিলেন আকরাম হোসেন

By মেহেরপুর নিউজ

February 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ফেব্রুয়ারি:

মেহেরপুরের গাংনী থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গাংনী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন আকরাম হোসেন। তিনি এর আগে নড়াইল সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এখন পর্যন্ত মুজিবনগর থানায় নতুন কোনো অফিসার ইনচার্জ যোগদান করেননি। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিয়মিত বদলি হিসেবে মেহেরপুরের দু’থানার ওসিকে বদলি করা হয়েছে। তাদেরকে আপাতত মেহেরপুর পুলিশ লাইনে ও আর হিসেবে রাখা হয়েছে।