গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে চাঁদপুর কালি মন্দিরে ২ বাইন ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে মন্দির চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মেহেরপুর জেলা সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার হ্যাপি সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র, প্রচার সম্পাদক নলিত চন্দ্র দাশ, চাঁদপুর কালি মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি শিপন মন্ডল, সদস্য বিনোদ দাশ,ধীরেন দাশ, রঞ্জিত দাশ, সোনা দাশ ও লিটন দাশ প্রমুখ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র জানান চাঁদপুর কালি মন্দিরটি বেশ কয়েক বছর আগে গড়ে উঠলেও সেটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেনি। মন্দিরটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। এ মন্দিরে প্রায় ৪০জন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষাগ্রহণ করে। কিন্তু একটু বৃষ্টি হলে, উপর ছাউনি না থাকায় শিক্ষার্থীদের ক্লাশ করতে সমস্যা হয়। তাই পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ সহযোগিতা করা হলো। মন্দিরটি সংস্কারে সরকারী সহযোগিতা চান তিনি।