অন্যান্য

গাংনী উপজেলা কাঠ শ্রমিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ।। সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক জিয়ারুল

By মেহেরপুর নিউজ

January 23, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাংনী উপজেলা কাঠ শ্রমিক কল্যাণ সমিতি ত্রি- বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। গোলাম মোস্তফা  সভাপতি ও জিয়ারুল ইসলাম  সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।শুক্রবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভাট গ্রহণ চলে বিকাল ৩ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও আমজাদ হোসেন জানান, ১৫১ জন ভোটারের মধ্যে ১১২ ভোট পোল হয়েছে। ৩ টা ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে গোলাম মোস্তফা ঘিসকাপ প্রতীক নিয়ে ৮৫ পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দী আলী হোসেন রাওডার প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।  সম্পাদক পদে জিয়ারুল ইসলাম করাত প্রতীকে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দী খোকন হাতুড়ী প্রতীকে পেয়েছেন ২৫ ভোট  । নির্বাচনে ৭ টি পদের মধ্যে ইতো মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বদিতায় নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন,সহ সভাপতি জাহিদুল ইসলাম,হাসান আলী,কোষাধক্ষ্য পদে কুতুব উদ্দীন,সদস্য পদে জয়নাল ও লিখন মিয়া।