মেহেরপুর নিউজ:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-২ আসনে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ নাজমুল হক সাগর এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন কে কত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো।
এখানে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে ২৫৭৪ জন ভোটারের মধ্যে ১২১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৬৬৬ মকবুল হোসেন ৪৫৯ ভোট পান।
গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬৩৮ জন ভোটারের মধ্যে ১১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৬৬৩ মকবুল হোসেন ৪৪৯ ভোট পান।
যুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৪৩ জন ভোটারের মধ্যে ১৪৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৯৫২ মকবুল হোসেন ৪৪৬ ভোট পান।
আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬১০ জন ভোটারের মধ্যে ১১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৬৪১ মকবুল হোসেন ৪৩৫ ভোট পান।
ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৫৭ জন ভোটারের মধ্যে ৪২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ১৯৭ মকবুল হোসেন ১৯৬ ভোট পান।
পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ১৬০৬ জন ভোটারের মধ্যে ১০৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ২৮১ মকবুল হোসেন ৭৪০ ভোট পান।
চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৮৩ জন ভোটারে মধ্যে ১২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৫৫৫ মকবুল হোসেন ৬৭৬ ভোট পান।
ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৩৪৪২ জন ভোটারে মধ্যে ১৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৮০১ মকবুল হোসেন ৯৬৪ ভোট পান।
কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪৮১ জন এর মধ্যে ১৫৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৬০৫ মকবুল হোসেন ৮৩১ ভোট পান।
ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৩৯ জন ভোটারে মধ্যে ৭৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৩৬৪ মকবুল হোসেন ৩২৫ ভোট পান।
ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১২০ জন ভোটারে মধ্যে ৭৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৩৩০ মকবুল হোসেন ৩৮৩ ভোট পান।
আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০২৪ জন ভোটারে মধ্যে ১৮৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৪৯৩ মকবুল হোসেন ১২৬৩ ভোট পান।
জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭১০ জন ভোটারে মধ্যে ৯৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৩১৪ মকবুল হোসেন ৫৮৪ ভোট পান।
সানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৮৫ জন ভোটারে মধ্যে ১৪১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ডাঃ নাজমুল হক সাগর ৪৫১ মকবুল হোসেন ৮১৩ ভোট পান।