মেহেরপুর নিউজ:
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি ( গ্রাম ডাক্তার) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গাংনী উপজেলার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালের দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি ( গ্রাম ডাক্তার)মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি (গ্রাম ডাক্তার) কেন্দ্রীয় মহাসচিব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া একতা হাসপাতালের পরিচালক সাইদুল ইসলাম,মুজিবনগর উপজেলা সভাপতি সাফায়েত হোসেন,সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন। বক্তব্য রাখেন কোষাধ্যাক্ষ আবুল বাশার, জেলা দপ্তর সম্পাদক আব্দুল মালেক শাজাহান,নাইম রাজ রবি,মুসলিমা খাতুন,নজরুল ইসলাম, মিলন হোসেন, হাসি বিশ্বাস প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি ( গ্রাম ডাক্তার) গাংনী উপজেলার কমিটি ঘোষনা করা হয়। মাহবুবুর রহমানকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম। সহ-সভাপতি আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, দেওয়ান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সদস্য মিলন হোসেন, ক্রীড়া সম্পাদক আবু বক্কর, ধর্ম সম্পাদক কচি মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক আসাদুল হক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শ্যামলী খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিনিয়ারা, পরিকল্পনা সম্পাদক রেখা পারভীন, ত্রাণ ও বস্ত্র সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুস্তুম আলি টিটু।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য আলী আহমেদ, জাহাঙ্গীর আলম, হুমায়ুন, আজমাইন হোসেন, রাশিদুজ্জামান, রবিউল ইসলাম এবং বাবর আলী। একই সাথে নাঈম রাজ রবি, নজরুল ইসলাম, শহীদুল্লাহ, মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং মুসলিমাকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।