মেহেরপুর নিউজ,০৫ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে ফেন্সিডিলসহ জিয়াউর রহমান নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে পীরতলা পুলিশ ক্যাম্পইনচার্জ এএসআই মিজান ২ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে। এসময় জিয়াউর রহমানের আরেক সহযোগী পালিয়ে গেছে।
পীরতলা পুলিশ ক্যাম্পইনচার্জ এএসআই মিজান জানান,তেরাইল গ্রামের তোজাম্মেল হকের ছেলে জিয়াউর রহমান (৩০) হাড়াভাঙ্গা সেন্টার পাড়া এলাকায় ফেন্সিডিল বিকিকিনী করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় তার অপর সহযোগী। এসময় তার কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,পলাতক মাদক ব্যবসায়ী কে গ্রেফতারের চেষ্টা চলছে। জিয়াউর রহমান একজন চিহিৃত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।