গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-হাড়িয়াদহ গ্রামের ক্যাশখালির মাঠের লিচু বাগান থেকে ১টি মােটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গাংনী থানা পুলিশের একটিদল মােটরসাইকেলটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে।
জানা গেছে,গত ৪-৫ দিন যাবত গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ার বাসিন্দা আনিসুর রহমানের হাড়িয়াদহ গ্রামের মাঠের লিচু বাগানে স্থানীয় কৃষকরা লাল রঙ এর ১ টি মােটরসাইকেল ( যার নং-কুষ্টিয়া হ-১৭-০৪৫১) লিচু গাছের নিচে রাখা দেখতে পায়। স্থানীয় কৃষকদের ধারণা কােন ব্যক্তি হয়তাে প্রতিদিন একই স্থানে মােটরসাইকেলটি রেখে মাঠে গিয়ে থাকতে পারে। অনেকে আবার ধারণা করছেন এটি কােন চক্র ছিনতাই করে কােন কারণে ফেলে গেছে।
এদিকে,মঙ্গলবার বিকেলে মােটরসাইকেলটি যে লিচু বাগানে ছিল। সেখান থেকে আড়াই কিলােমিটার দূরে পাশ্ববর্তী গােপালনগর গ্রামের মাঠের ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন উদ্ধারকৃত মােটরসাইকেলটির মালিক ওই যুবক কি না?
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত মােটরসাইকেলের মালিককে সনাক্ত করার চেষ্টা চলছে।