আইন-আদালত

গাংনীর সাহারবাটী গ্রামে বােমা বিস্ফোরণের মামলার ২১ আসামীর আদালতে আত্মসমর্পন

By মেহেরপুর নিউজ

May 23, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে বোমা বিষ্ফোরণেরর ঘটনার মামলায় এক পক্ষের ২১জন আসামি মেহেরপুর আদালতে আত্নসমর্পণ করেছেন।

রবিবার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম রাফিয়া সূলতানা আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় অন্য পক্ষের ১জন আসামি আটকের পর জামিন মুক্ত হলে বাকি আসামীরা পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়,গত ২৪ এপ্রিল সকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সাহারবাটী গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামীলীগ নেতা গোলাম ফারুকের সমর্থকদের মধ্য সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালীন সময় একাধিক বোমার বিষ্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। সংঘর্ষের ঘটনার দিন গাংনী থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়।

গােলাম ফারুক চেয়ারম্যানের পক্ষে হাফিজুর রহমান বাদি হয়ে রাকিবুল ইসলাম টুটুলসহ তার পক্ষের ২৬ জনকে আসামি করে। এ ছাড়াও রাকিবুল ইসলাম টুটুল বাদি হয়ে গােলাম ফারুক চেয়ারম্যানের পক্ষের ২৭ জনকে আসামি করেন।