গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী পৌরসভার ৪ নাম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা ও মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন মামলাটি করেন।
মামলায় সাবেক এমপি খোকনসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন ফরিদপুর জেলার হলেও বাকিরা মেহেরপুর জেলার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত। তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্যান্য আসামিরা খুন, জখম, চাঁদাবাজি, লুটপাট, জমি ও বিল দখল, জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই চক্রের সন্ত্রাসী কার্যকলাপে ভীত-সন্ত্রস্ত অবস্থায় বসবাস করছিলেন।
এছাড়া অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট সেলিম রেজা গাজী জানান, বিজ্ঞ দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন।