খুলনা বিভাগ

গাংনীর সবকয়টি মন্ডপ প্রস্তুত; চলছে রং তুলির কাজ

By Enayet Akram

September 28, 2019

গাংনী অফিস, ২০ সেপ্টেম্বর:

গাংনী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার প্রতিমা তৈরীর কাজ শেষ। চলছে রং তুলির কাজ। এছাড়াও পূজা মন্ডপ গুলোতে নেওয়া হযেছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা । বাড়ানো হযেছে গোয়েন্দা নজরদারিও।

এদিকে মন্ডপ ঘুরে দেখা গেছে গাংনীর মন্ডপে প্রতিমা তৈরীর কারিগররা দূর্গা দেবীর প্রতিমা তৈরী করতে বেশ ব্যস্ত সময় পার করছেন । তাদের যেন অন্য দিকে কোন ফরসুতই নেই অন্য দিকে খেয়াল করার। বছর ঘুরে মা দূর্গা আসবেন তাই তার প্রতীমা যাতে কোন খুঁত না থাকে সে দিকে তারা মগ্ন রয়েছেন।

গাংনী পূজা উদযাপন কমিটি জানায়, পৌরসভার মধ্যে ৩টি মন্ডপে পূজা হবে আর পুরো উপজেলায় মোট ২২টি মন্ডপে এবার দূর্গা পুজা উদযাপন হবে।

গাংনী কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অশোক চন্দ্র বিশ্বাস বলেন, এবারের পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে প্রশাসন ও পুলিশ বিভাগ এবং স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণ যেভাবে সহযোগিতা করছেন তাতে তিনি বেশ সন্তুষ্ট ।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, গাংনী উপজেলায় প্রতিটি মন্ডপে পুলিশ বাহিনী দিয়ে যথেষ্ঠ নিরাপত্তা দেওয়া হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা বলে আশা করছি। তিনি বলেন আমাদের লোকজন নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

এবছর মা দূর্গা ঘোটকে চড়ে শনিবার মর্তে আগমন করেছেন। আগামী ৪ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে আরাধনা শুরু হবে এবং ৮ অক্টোবর বিজয় দশমীতে ঘোটকে চড়ে মা দূর্গা স্বর্গে গমণ করবেন।