অন্যান্য

গাংনীর শীর্ষ চাঁদাবাজ রহমানের স্বীকারোক্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার

By মেহেরপুর নিউজ

May 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মে: মেহেরপুর ডিবি পুলিশের হাতে আটক শীর্ষ চাঁদাবাজ আব্দুর রহমানের স্বীকারোক্তী অনুযাযী করমদি গ্রামে অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসির আকরাম হোসেনের নেতৃত্বে সোমবার সকালে করমদি গ্রামের সিরাজের একটি নির্মানাধীন বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে করমদি গ্রামের আব্দুল জলিলের ছেলে সিরাজের একটি নির্মানাধীন বাড়িতে অভিযান চালিয়ে রহমান কে আটক করে। এ সময় সেখান থেকে ১টি বড় রামদা উদ্ধার করেছে পুলিশ। আটক রহমানের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে চাাদাবাজি ও ছিনতাই চালিয়ে আসছিলো বলে পুলিশ জানান।