নির্বাচন

গাংনীর রাইপুরে স্বতন্ত্র প্রার্থী মকবুল হােসেনের পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 24, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলার রাইপুর গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেশ কমিটির অন্যতম সদস্য ইয়াসিন রেজা,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন।

রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতা আজিজুল হকের সঞ্চালনায়- সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম,ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইছার উদ্দীনন মাস্টার,রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মােখলেছ,আওয়ামী লীগ নেতা আব্দুর রব,আওয়ামীগ নেত্রী জাকিয়া আল্পনা,রাইপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাবেক ছাত্রলীগ নেতা রানা মিয়া প্রমুখ।