ডি এম মকিদ, ১৩ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিরেগোফা গ্রামে মৎস্য চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েচে। অনুষ্ঠানে পাঁচ সফল মৎস্য চাষীকে সম্মাননা ও ঝাঁকি জাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির কৃষি ও প্রানী সম্পদ ইউনিট এ অনুষ্ঠানের আয়োন করে।
সমিতির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকা বিভাগের উপপরিচালক হেমায়েত হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হক, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শুশান্ত কুমার হালদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ষোলটাকা ই্উপি চেয়ারম্যান মনিরুজ্জামান, মৎস্য ব্যবসায়ী শেখ আব্দুল মহিত, ইউপি সদস্য আব্দুল গনি,কেচো সার উদ্যোক্তা হালিমা খাতুন প্রমুখ। এলাকার সেরা পাঁচ মৎস্য চাষিকে সম্মাননা এবং দুই জন চাষীকে ঝাঁকি জাল দেওয়া। অনুষ্ঠানে মৎস্য ব্যবসায়ী শেখ আব্দুল মহিত পাঁচ মৎস্য চাষীকে ২ হাজার টাকা করে পুরস্কার হিসেবে প্রদান করেন।