অন্যান্য

গাংনীর মোহাম্মদপুর থেকে জালটাকা সহ এক মহিলা আটক

By মেহেরপুর নিউজ

March 19, 2015

মেহেরপুর নিউজ,১৯ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৪ হাজার ৫৪০ টাকা জাল টাকতার নোট সহ কামালের স্ত্রী রঙীলাকে আটক করেছে র‌্যাব। নোটগুলোর মধ্যে একহাজার টাকার ৩টি, পাঁচশ টাকার ৩৮ টি এবং বাকি গুলো সব ১০ টাকার নোট। বুধবার দিবাগত রাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার উৎপলের নেতৃত্বে র‌্যাবের একটি টিম এ অভিযান চালায়। র‌্যাব জানায়, আটক রঙীলা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব জানায়।