অন্যান্য

গাংনীর মুন্দা থেকে ২ টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১০ টার দিকে স্থানীয়রা বোমা দুটি দেখে গাংনী থানাকে খবর দিলে (এস আই একরাম হোসেন ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো হাত বোমা দুটি উদ্ধার করেন। এলাকায় নাশকতা ঘটানোর জন্য দূর্বৃত্তরা বোমা দুটি জড়ো করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান অফিসার ইনচার্জ আকরাম হোসেন।