গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের মাঠে রাতের আঁধারে সাহাবুদ্দীন নামের এক কৃষকের ২ বিঘা তূলা ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবা রাতে বেতবাড়ীয়া মাঠপাড়ার মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে তুলার জমির উপর দিয়ে মাটি বহনকারি গাড়ি দিতে বাঁধা দিই। কারণ গাড়ি জমির উপর দিয়ে নিলে,তূলা নষ্ট হবে। এ কারণে রাগে-ক্ষােভে ওইদিন দিবাগত রাতে গাড়ির মালিক বেতবাড়ীয়া গ্রামের আলেহীম,, আশরাফুল মোল্লা ও আরিফ তুলার গাছ কেটে দেয়। ফলে আমার ৩ লাখ টাকার তুলার ক্ষতি হয়। আমি এই অন্যায়কারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
কাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, একটি চক্র বেশ কিছুদিন ধরে গ্রামের বিভিন্ন মাঠে স্কেটার দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। এতে কৃষকের তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। কৃষকরা তুলার জমির ওপর দিয়ে গাড়ি নিতে নিষেধ করাই তারা তুলা গাছ কেটে দিয়েছে। এর বিচার হওয়া দরকার। এলাকাবাসি একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও মেলেনি প্রতিকার।
তুলাউন্নয়র বোর্ডের বেতবাড়িয়া ইউনিটের কো অডিনেটর গোলাম কাদের জানান, বাকীতে বীজ দিয়েও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষী ভাইদের আমরা সহযোগিতা করেছি। এসন ক্ষতি মাঠে প্রায় হচ্ছে।
গাড়ির মালিখ আলেহীম জাানান, আমরা বিভিন্ন জমির মাটি কিনে বিক্রি করি। এখানে জমির মালিক তার জমির উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে নিষেধ করেন। ফলে আমরা গাড়ি নিয়ে চরে আসি। রাতের আঁধারে তৃতীয় পক্ষের লোকজন ওই জমির তুলা কেটেছে। এখন অন্যায় ভাবে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।