অন্যান্য

গাংনীর বামুন্দী থেকে গাঁজাসহ মাদক সেবী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

May 19, 2015

মেহেরপুর নিউজ, ১৯ মে:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী থেকে ৩ পুরিয়া গাঁজা সহ মাসুদ রানা নামের এক মাদক সেবী কে গ্রেফতার করেছে পুুলিশ। সোমবার রাতে বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করে। বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত জানান,বামুন্দী ক্যম্প পাড়ার রহিম মহলদারের ছেলে মাসুদ রানা গাঁজা সহ পশু হাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ পুরিয়া গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,মাসুদ রানা একজন মাদক সেবী। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।