সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এ খেলায় ঢাকা নারী ফুটবল দল বনাম সিরাজগঞ্জ নারী ফুটবল দল অংশগ্রহণ করে।
খেলায় ঢাকা নারী ফুটবল দল ২-০ গােলে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভােগ করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা,সমাজ সেবক সােহাগ মিয়া,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক গােলাম কাউছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সােহাগ।
এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় হাজার হাজার দর্শকরা খেলা উপভােগ করেন।