বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পীরতলা ও নওদাপাড়া গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 18, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা ও নওদাপাড়া গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাজীপুর ইউনিয়ন কৃষকলীগ উঠান বৈঠকের আয়োজন করে।

সােমবার সন্ধ্যার দিকে পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কৃষকলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় কৃষকলীগ আকবর আলী মেলেটারী,যুবলীগ নেতা নাজিম উদ্দীনসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও নওদাপাড়া গ্রামে সােমবার দিবাগত রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষকলীগ নেতা খাদেমুল হক। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মােহন আলী,হাফিজুর রহমান, আকবর আলী মেলেটারী প্রমুখ