টপ নিউজ

গাংনীর পল্লীতে কৌশলে ছোট ভাইকে হত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

August 02, 2019

মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রামে বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কৌশলে হত্যার চেষ্টা করে বলে জানা গেছে। বৃহস্পতিবা দিবাগত রাত ১০টার দিকে দেবিপুর গ্রামে ডাক্তার বাড়ি যাওয়ার পথে করমদী গ্রামের গাড়ির মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, করমদী গ্রামের ময়েজ উদ্দিনের বড় ছেলে নিজাম উদ্দিন নিজেকে অসুস্থ্যতার কথা জানিয়ে তার ছোট ভাই শাহীনকে পাশের গ্রাম দেবিপুরে এক ডাক্তার বাড়িতে নিয়ে যেতে বলে। ছোট ভাই শাহীন তার বড় ভাইয়ের অসুস্থ্যতার কথা শুনে তাকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত ৯ টার সময় করমদীর গাড়ির মাঠের টিউবওয়েলের কাছে পৌছলে শাহীনের বড় ভাই নিজাম উদ্দিনের প্রকৃতির ডাকের সাড়া দেওয়ার নাম করে আগে থেকে রেখে দেওয়া বড় হাসুয়া দিয়ে ছোট ভাই শাহীনকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে সন্ধানী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থ্যার অবনতি দেখে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আহতের পরিবার সুত্রে জানা যায়, এই ঘটনায় আহত শাহীনের বাবা ময়েজ উদ্দিন গাংনী থানায় অভিযোগ করেছে।

এদিকে স্থানীয়রা জানান, বড় ছেলে নিজাম উদ্দিন একজন মাদকসেবি তাছাড়া সে এর আগে গ্রামের ছাগল চুরি করে ধরাও পড়েছে। বর্তমানে তার বাবার জমি জমার লোভে সে তার ছোটভাইকে হত্যা করার চেষ্টা করে।

শাহীনের বাবা ময়েজ উদ্দিন জানান,জমিসংক্রান্ত জের ধরে কিছুদিন যাবৎ দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই কারনে নিজাম তার ছোট ভাই শাহীনকে কৌশলে ডেকে তাকে হত্যার চেষ্টা করে। তিনি এও জানান ঘাতক ছেলে নিজাম উদ্দিনের বিরুদ্ধে গাংনী থানায় অভিযোগ করা হয়েছে।

গাংনী থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত শাহীনের বাবা এ বিষয়ে একটি অভিযোগ করেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।