তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে নানা জটিলতা গুঞ্জন সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ে না গিয়েও এমপিও ভুক্তির তালিকায় লাইব্রেরীয়ান পদে প্রধান শিক্ষকের স্ত্রীর নাম দিতেই হবে এমন আবদার করেছেন ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এতে বাঁধ সেঁধেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্য এবং সহকারী শিক্ষকবৃন্দ। নাছোড় বান্দা এই প্রধান শিক্ষক শেষ পর্যন্ত রাজনৈতিক নেতাদের আশীর্বাদে হুমকি ধামকী অব্যাহত রেখেছেন।
প্রাপ্ত তথ্য মতে, গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯৭ সালে। ২০০২ সালে নিম্ন মাধ্যমিক ও ২০০৬ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অ্যাকাডেমিক স্বীকৃতি পায়। সে সময় প্রধান শিক্ষক তার স্ত্রী হোসনেয়ারাকে লাইব্রেরীয়ান হিসেবে নিয়োগ দান করেন। সে থেকেই হোসনেয়ারা অদ্যাবদি বিদ্যালয়ে আসেন নি। শিক্ষকরা জানেনও না হোসনেয়ারা নিয়োগপ্রাপ্ত কি না।
ইতোমধ্যে ঘটে যায় বিপত্তি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুনভাবে এমপিও ভুক্তির জন্য গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য চেয়ে পত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক তার স্ত্রী হোসনেয়ারার নামটি তালিকায় অন্তর্ভূক্তি করে সভাপতির কাছে দাখিল করেন ও স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করেন। সভাপতি অনুপস্থিত শিক্ষক ও লাইব্রেরীয়ানের নামের তালিকায় স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন।
স্বাক্ষর না করায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অন্যান্য শিক্ষকদের নামের তালিকা প্রেরণ করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। ফলে অন্যান্য শিক্ষকরা পড়েছেন নানা সংকটে। এ ছাড়াও প্রধান শিক্ষক ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতাকে দিয়েও সভাপতিকে স্বাক্ষরের জন্য চাপ দিয়ে ব্যর্থ হন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইলিয়াছ হোসেন জানান, প্রধান শিক্ষকের স্ত্রী হোসনে আরা খাতুনের কোন নিয়োগপত্র আছে কি না এবং তিনি কোনদিন বিদ্যালয়ে এসেছেন কিনা তা তদন্ত করে না দেখে স্বাক্ষর করবেন না। তিনি নিজে কোনদিন হোসনেয়ারাকে বিদ্যালয়ে দেখেন নি এবং তার কোন কাগজপত্র নেই বলেও জানান সভাপতি।
এদিকে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান, বিদ্যালয়ের তথ্য প্রদানের জন্য বুধবার শেষ দিন ধার্য করা হয়েছিল। যদি প্রধান শিক্ষক ও সভাপতি সমন্বয় করে তথ্য প্রদান না করেন তাহলে কিছুই করার থাকবে না।