টপ নিউজ

গাংনীর দেবীপুরের আশ্রয় নেয়া সন্তান প্রসবকারী বাকপ্রতিবন্ধীর পরিচয় মিলেছে

By মেহেরপুর নিউজ

November 08, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে আশ্রয় নেয়ার কয়েকদিন পর সন্তান প্রসব করেন বাকপ্রতিবন্ধী এক যুবতি। সন্তান প্রসবের এক মাস পর অবশেষে ওই যুবতির পরিচয় মিলেছে।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ওই যুবতির পরিবার অবশেষে খুঁজে পেলাে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে। তবে তাদের মেয়ের সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকেও আপন করে নিল যুবতির পরিবার।

স্থানীয়রা জানান,গত ১৪ অক্টোবর দেবীপুর গ্রামের দিন মজুর মহাসিন আলীর বাকপ্রতিবন্ধী এক যুবতিকে গর্ভ অবস্থায় বাড়ির পাশে রাস্তায় ঘােরাঘুরি করতে দেখে। এসময় ওই যুবতিকে তিনি বাড়িতে নিয়ে এসে খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর যু্বতি যেনাে মহাসিনের পরিবারকে আপন করে ফেলেন। আশ্রয় নেয়ার কয়েকদিন পর যুবতির প্রসব যন্ত্রণা শুরু হয়। এসময় মহাসিন ডাক্তারের কাছেও চিকিৎসা দিতে নিয়ে যান। চিকিৎসা নেয়ার একদিন পর মহাসিনের বাড়িতেই কন্যা সন্তান প্রসব করেন ওই যুবতি। সন্তান প্রসবকারী ওই মা বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে তার সন্তানের বাবা কে তা বলতে পারেনি। শেষমেষ মহাসিন আলী তার আশ্রয়ে ওই মা ও সন্তানকে দেখভাল করে আসছিলেন। এবং মহাসিন আলী শিশুকন্যাকে আদর করে নাম রাখেন ফাতেমা খাতুন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার হওয়ায় অবশেষে সন্তান প্রসবকারী মায়ের পরিচয় মিলেছে। তার নাম শরিফা খাতুন। সে নেত্রাকােনা জেলার মদনগঞ্জ উপজেলার কুলিয়াটি গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে।

গত দেড় বছর আগে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায়,অনেক খােঁজাখুজি করে ব্যর্থ হয় তার পরিবার। গত কয়েকদিন আগে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচারের পর শরিফার পরিবার তাকে চিনতে পেরে আশ্রয়দাতা মহাসিনের বাড়িতে হাজির হয়।

বুধবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপস্থিত থেকে শরিফা ও তার কন্যা সন্তানকে শরিফার আত্মীয়দের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) , নাদির হােসেন শামীম, উপজেলা সমাজ সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমলসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,আমরা সব আইনি প্রক্রিয়া শেষ করে যখন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠাবো।ঠিক তার একদিন আগে খবর পাই তার পরিবারের সন্ধান মিলেছে।এটা সবার জন্য আনন্দের খবর। আর আশ্রয়দাতা দিনমজুর মহাসিন আলী ও তার স্ত্রী জোসনা খাতুনকে অসংখ্য ধন্যবাদ বাক প্রতিবন্ধী ও শিশু কন্যাকে আশ্রয় দিয়ে যে মহত্বের পরিচয় দিয়েছেন।